Posts

Showing posts from June, 2025

বাংলাদেশের সেনাদপ্তরের ভেতরেই কর্মরত ভারতীয় সামরিক কর্মকর্তারা, ভয়াবহ তথ্য ফাঁস

Image
  বিগত ১৬ বছর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের শাসনামলে বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থার অস্বাভাবিক প্রভাব ছিল সার্বক্ষণিক আলোচনার বিষয়। হাসিনা নেতৃত্বাধীন এই সরকার ছিল বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে সবচেয়ে বেশি ভারতঘনিষ্ঠ।  সম্প্রতি অন্তবর্তী সরকারের বিভিন্ন তদন্ত প্রতিবেদনে উঠে আসে দেশের অভ্যন্তরে শুধু রাজনীতি নয় বরং সশস্ত্র বাহিনীতেও ছিল ভারতীয় প্রভাব।  এমনকি সামরিক গোয়েন্দা সংস্থার কার্যালয়েও ছিল তাদের ওয়ার্ক স্টেশন। এর মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে সশস্ত্র বাহিনী পরিচালিত ‘মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি’তে (এমআইএসটি) ভারতীয় সামরিক কর্মকর্তাদের নিযুক্ত থাকার বিষয়টি।  সামরিক এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে প্রবেশ করে দেখা যায় তুমুল ভারতবিরোধী সমালোচনা এবং আশঙ্কার পরও সেখানে কর্মরত আছেন ভারতীয় সামরিক কর্মকর্তারা। এমন পরিস্থিতিতে দেশের গুরুত্বপূর্ণ সামরিক তথ্য ভারতে পাচার হওয়ার ঝুঁকি অনুভব করছেন সচেতন নাগরিকরা।  এমআইএসটির ওয়েবসাইটে দেখা যায় বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে সিনিয়র ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত আছেন ভারত...

যেসব এলাকায় ২ দিন বিদ্যুৎ থাকবে না

Image
  চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় দুই দিনব্যাপী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ ২৫ ও ২৬ জুন সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। মঙ্গলবার (২৪ জুন) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ জুন (বুধবার) সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিক্রয় ও বিতরণ বিভাগ-পাহাড়তলীর আওতাধীন একে খান মোড়, অলংকার, পিসি রোড, নয়া বাজার, মৌসুমী আবাসিক এলাকা, অলংকার, ১ নম্বর পানির কল, জোলার হাট, সাগরিকা রোড, বিসিক শিল্প নগরী, ওয়াসা এক্সপ্রেস, কোটস বাংলাদেশ, হাক্কানী আয়রন মার্ট, ধোপা পাড়া, বণিক পাড়া, পাঠান পাড়া, পিসি রোড, সাগরিকা রোড, নয়া বাজার, কাজীরদীঘি, মৌসুমি আবাসিক এলাকা, লোহার পুল, গ্রিন ভিউ আবাসিক এলাকা মোহনা আবাসিক এলাকা, বাচামিয়া রোড, আমতলা, কাঁচা রাস্তা, ফইল্যাতলী, ছধু চৌধুরী রোড, বাইন্না পাড়া, জেলে পাড়া, খেজুর তলা, কাস্টম একাডেমি সংলগ্ন, লবণ ফ্যাক্টরি রোড, মহাশ্মশান, গলিচিপা পাড়া, বারুনী ঘাটা, বশির শাহ মাজার, একতা আবাসিক এলাকা, চৌধুরী আনাসিক এলাকা, সূচনা আবাসিক এলাকা, নাথপাড়া আশ-পাশের এ...

রাজধানীর মণিপুরী এলাকা থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের..

Image
  রাজধানীর মণিপুরী এলাকায় পরিত্যক্ত অবস্থায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের একটি লাইসেন্সকৃত পিস্তল উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি বুধবার নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন কর্মকর্তা মুহাম্মদ তালেবুর রহমান। এর আগে, গত ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈধ লাইসেন্সকৃত সব আগ্নেয়াস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ জারি করে। নির্দেশনায় ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্র জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ইস্যুকৃত সমস্ত অস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে। অস্ত্র আইন, ১৮৭৮ এবং ২০১৬ সালের নবায়ন নীতিমালার অধীনে এসব অস্ত্র ব্যবস্থাপনায় জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। উদ্ধার হওয়া পিস্তলটি কেন জমা দেওয়া হয়নি এবং কীভাবে এটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া পিস্তলটি কেন জমা দেওয়া হয়নি এবং কীভাবে এটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ব...

সয়াবিন তেলের দাম কমে তিন বছরের মধ্যে সর্বনিম্ন

Image
  তিন বছরের মধ্যে আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। অথচ বাংলাদেশে এই তেল এখনও উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, ডলারের দাম বেড়ে যাওয়া এবং ব্যাংক থেকে যথাসময়ে অর্থ সহায়তা না পাওয়ায় বিশ্ববাজারে দামের পতনের প্রভাব দেশীয় বাজারে আসছে না। ক্যাবের (কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) মতে, এটি ব্যবসায়ীদের অজুহাত। তাদের হিসাব অনুযায়ী, বর্তমানে ব্যবসায়ীরা প্রতি লিটারে গড়ে অন্তত ১২ টাকা লাভ করছেন, এমনকি সরকার নতুনভাবে প্রতি লিটারে ১৪ টাকা দাম বাড়ানোর অনুমতি দেওয়ার পরও। আন্তর্জাতিক বাজারে তেলের দাম পড়ে গেছে বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সালে প্রতি টন সয়াবিন তেলের দাম ছিল ১,৬৬৭ ডলার, যা ২০২৪ সালে নেমে দাঁড়িয়েছে ১,০২২ ডলারে। পাম অয়েলের ক্ষেত্রেও একই প্রবণতা দেখা গেছে। সয়াবিন বীজের দাম কমেছে সবচেয়ে বেশি—২০২২ সালে ৬৭৫ ডলার থেকে ২০২৪ সালে ৪৬২ ডলার, আর চলতি বছরের শুরুতে তা আরও কমে হয়েছে ৪০৮ ডলার। দেশীয় আমদানি ও বাজার পরিস্থিতি গত সাড়ে তিন মাসে চট্টগ্রাম বন্দরে ২৩টি জাহাজে প্রায় ৫ লাখ ৩০ হাজার টনের মতো অপরিশোধিত সয়াবিন, পাম অয়েল ও সয়াবিন বীজ এসেছে। এর বেশিরভাগই...

ভোটে বিএনপির সঙ্গী হচ্ছে কারা, জানা গেল

Image
  লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সন্তোষজনক সময় নির্ধারণের পর জোরেশোরে ভোটের প্রস্তুতি শুরু করেছে বিএনপি। নির্বাচনকে কেন্দ্র করে জটিল সমীকরণে রূপ নিচ্ছে ভোটের রাজনীতি। এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত হওয়ার পর এখন দৃশ্যপটে নেই দলটি। এজন্য রাজনৈতিক দলগুলোর হিসাব-নিকাশও নতুনভাবে সাজানো হচ্ছে। আগামী ফেব্রুয়ারিকে ধরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলগুলো। অন্যদিকে বড় দল বিএনপি ভোটের হিসাবে বেশ সুবিধাজনক অবস্থানে। মিত্রদের সঙ্গে নির্বাচনি জোট বা সমঝোতা করার সম্ভাবনা বেশি বিএনপির। আবার জামায়াতও ইসলামপন্থি দলগুলো নিয়ে ‘নির্বাচনি ঐক্য’ গঠনের চেষ্টা করছে। তবে মতাদর্শিক দূরত্বের কারণে জামায়াতের সঙ্গে বড় ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে সংশয় রয়েছে। অন্যদিকে ইসলামী আন্দোলনসহ ৫টি ইসলামি দল অনেকটা সমঝোতার পথে। আবার এবি পার্টির সঙ্গে এনসিপিসহ বেশ কয়েকটি দলের হতে পারে ‘অ্যালায়েন্স’। মতাদর্শিক দূরত্বের কারণে জামায়াতের সঙ্গে বড় ইসলামি দলগুলোর ঐক্য না হলে এনসিপিসহ ইসলামপন্থি কয়েকটি দলের সঙ্গে হতে পারে ‘সমঝোতা’। বাম ঘরানা...

লিবীয় হজযাত্রী আমের আল গাদ্দাফির মৃত্যু নিয়ে যা জানা গেল

Image
 সম্প্রতি আমের আল গাদ্দাফি নামক এক লিবীয় হজযাত্রী তার উপাধি ‘আল গাদ্দাফির’ কারণে ইমিগ্রেশনে বাঁধার সম্মুখীন হন। নাটকীয়ভাবে একই ফ্লাইটের বিমানটি দুইবার ফিরে এসে তৃতীয়বার যখন ফ্লাইটটি ছাড়ে, তখন আমের আল গাদ্দাফি বিমানে উঠতে পারেন এবং বিমানটি কোনো সমস্যা ছাড়াই সৌদি আরবে গিয়ে পৌঁছায়। আমের আল গাদ্দাফি মক্কায় পৌঁছার পর তাওয়াফরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।  রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, লিবীয় হজযাত্রী আমের আল গাদ্দাফি মারা যাননি, তিনি সুস্থ আছেন। কোনোপ্রকার তথ্যসূত্র উল্লেখ না করে আমের আল গাদ্দাফির মৃত্যুর তথ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।  এ বিষয়ে অনুসন্ধানে মিশরীয় গণমাধ্যম Youm7 এর ওয়েবসাইটে গত ৪ জুন প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে আমেরের একটি ভিডিও বার্তার কথা  উল্লেখ করে বলা হয়, ভিডিও ক্লিপটিতে পরিবারের একজন সদস্যের সাথে ভিডিও কলের সময় আমের আল গাদ্দাফি উপস্থিত হয়ে তাদের আশ্বস্ত করেছিলেন যে তিনি সুস্থ আছেন এবং হজ তীর্থযাত্রা সম্পন্ন করার জন্য মি...

মেয়েরা কী করলে ৩ মিনিট পর ক্লান্ত হয়ে যায়? অনেকেই জানেন না

Image
  ইন্টারভিউ চলাকালীন এমন অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যা শুনে প্রার্থীরা সহজেই ঘাবড়ে যান। আসলে এই ধরনের প্রশ্ন করার উদ্দেশ্য হলো ওই প্রার্থীর উপস্থিত বুদ্ধি কতটা ভালো তা যাচাইয়ের জন্য। এছাড়া কৌতুহলবশত অনেকেই এই ধরনের প্রশ্নগুলি জানার চেষ্টা করেন। যাইহোক এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে। ১) প্রশ্নঃ কোন প্রাণীটি কখনো জল পান করে না? উত্তরঃ ক্যাঙ্গারু ইঁদুর। ২) প্রশ্নঃ প্রতিবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় কবে? উত্তরঃ ২১ শে ফেব্রুয়ারি। ৩) প্রশ্নঃ কোন প্রাণী আহত হলে মানুষের মতো কাঁদে? উত্তরঃ ভাল্লুক। ৪) প্রশ্নঃ ভারত ও পাকিস্তানের মধ্যে দূরত্ব কত? উত্তরঃ কোন দূরত্ব নেই, যেখানে ভারতের সীমানা শেষ সেখানে পাকিস্তানের শুরু। ৫) প্রশ্নঃ মানুষের শরীরের সবচেয়ে শক্তিশালী অঙ্গ কোনটি? উত্তরঃ জিভ। ৬) প্রশ্নঃ একটি পেঁচা তার মাথা কত ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে? উত্তরঃ পেঁচা তার মাথা ২৭০ ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে। ৭) প্রশ্নঃ বিশ্বের বিপজ্জনক অস্ত্র কোনটি? উত্তরঃ নিউক্লিয়ার বোমা। ৮) প্রশ্নঃ কি এমন জিনিস যা সবসময় পড়ে যায় কিন্তু কখনো ভাঙে না? উত্তর: বৃষ্টির ফোঁটা। ৯)...

দুর্ঘটনার আগে বিমানটিতে ভ্রমণ করা এক যাত্রী জানালেন ভয়াবহ তথ্য

Image
  ভারতের গুজরাটের আহমেদাবাদে আজ বৃহস্পতিবাডর এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান বিধ্বস্ত হয়। এটি আহমেদাবাদ থেকে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু উড্ডয়ন করার কয়েক মিনিটের মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়। এই একই বিমানে করে আজ দিল্লি থেকে আহমেদাবাদে গিয়েছিলেন আকাশ ভাস্তা নামে এক যাত্রী। তিনি দুর্ঘটনার পর জানিয়েছেন ভয়াবহ তথ্য। এ যাত্রী বলেছেন, তিনি যখন বিমানটিতে করে দিল্লি থেকে আহমেদাবাদে যাচ্ছিলেন, তখন এটির কোনো কিছু কাজ করছিল না। এসি থেকে লাইট— সবই ছিল বন্ধ। এসি কাজ না করায় তাদের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে, যাত্রীরা সেখানে থাকা ম্যাগাজিন দিয়ে নিজেদের বাতাস করছিলেন। আকাশ ভাস্তা জানিয়েছেন, তিনি ওই মুহূর্তের সবকিছু ভিডিও করে রেখেছিলেন এয়ার ইন্ডিয়ার কাছে অভিযোগ জানানোর জন্য। কিন্তু এর কয়েক ঘণ্টা পরই বিমানটি বিধ্বস্ত হয়। ওই ভিডিওতে তাকে বলতে শোনা যাচ্ছে, “আমি বিমানে সবকিছু অস্বাভাবিক দেখতে পাচ্ছি। বিমানের এসি কাজ করছে না এবং অনেক যাত্রী ম্যাগাজিন দিয়ে নিজেদের বাতাস করছেন। এমনকি অন্য সময়ের মতো টিভি স্ক্রিনও কাজ করছিল না। কোনো কিছু কাজ করছে না। লাইটও কাজ করছে না। ...

কীভাবে জীবিত ছিলেন, জানালেন বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তি

Image
  হমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যাওয়া ৪০ বছর বয়সী ব্রিটিশ-ভারতীয় নাগরিক বিশ্বাস রমেশ কুমার এখনো হতবাক। তিনি দূরদর্শনকে বলেছেন, কীভাবে তিনি বেঁচে ফিরলেন তা তিনি বুঝতে পারছেন না। আজ শুক্রবার (১৩ জুন) সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আহমেদাবাদ হাসপাতালে চিকিৎসাধীন বিশ্বাস রমেশ কুমারকে দেখতে গিয়েছিলেন, যেখানে তিনি চিকিৎসাধীন আছেন। এ সময় রমেশ কুমার বলেন, জানি না আমি কীভাবে জীবিত অবস্থায় বেরিয়ে এসেছি। দুর্ঘটনার মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে রমেশ কুমার বলেন, আমি ভেবেছিলাম—আমি মারা যাব। কিন্তু যখন আমি চোখ খুললাম, তখন আমি দেখতে পেলাম আমি বেঁচে আছি। আমি আমার সিট বেল্ট খুলে সেখান থেকে বেরিয়ে এলাম। এয়ারহোস্টেস ও চাচা-চাচী সবাই আমার চোখের সামনে মারা গেছেন। রমেশ কুমারের আসনটি জরুরি দরজার ঠিক পাশে ছিল। বিমানটি হোস্টেলে আঘাত করার সময় সেই দরজাটি খুলে গিয়েছিল। হোস্টেলে অবতরণ করেছেন কিনা জানতে চাইলে রমেশ কুমার বলেন, ‘না, আমি মাটির কাছাকাছি ছিলাম, নিচতলায়, যেখানে জায়গা ছিল। তাই আমি সেখান থেকে বেরিয়ে এসেছি। ভবনের দেয়ালটি বিপরীত দিকে ছিল। আমার মনে হয় না...

১০টি অসাধারণ ভারতীয় ওয়েব সিরিজ, যেগুলো একবার না দেখলে মিস করবেন অনেক কিছু

Image
    ওটিটি দুনিয়ার দাপটে বিনোদনের মানচিত্রে আমূল পরিবর্তন এসেছে। আর এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে ভারতীয় ওয়েব সিরিজগুলোর অভূতপূর্ব সাফল্য। গত কয়েক বছরে ভারতের নির্মাতারা এমন কিছু সিরিজ উপহার দিয়েছেন, যেগুলো শুধু মন জয় করেনি, বরং গল্প বলার ধরনকেও এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। এখানে তুলে ধরা হলো এমনই ১০টি উল্লেখযোগ্য ওয়েব সিরিজ, যেগুলো অন্তত একবার দেখা একান্ত জরুরি। ১. দ্য ফ্যামিলি ম্যান (সিজন ২)শ্রীকান্ত তিওয়ারির চরিত্রে মনোজ বাজপেয়ীর দুর্দান্ত অভিনয় এই সিজনকে করেছে অতুলনীয়। অ্যাকশন, সাসপেন্স আর পারিবারিক আবেগের দারুণ সংমিশ্রণে সিরিজটি দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে। ২. মহারানিবিহারের রাজনৈতিক পটভূমিতে নির্মিত এই সিরিজে হুমা কুরেশির অভিনয় নজরকাড়া। এক সাধারণ গৃহবধূর মুখ্যমন্ত্রী হয়ে ওঠার সংগ্রাম অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। ৩. তাণ্ডবরাজনীতির জটিল জগত ঘিরে তৈরি এই থ্রিলারে সাইফ আলি খান নেতিবাচক চরিত্রে চমকে দিয়েছেন। ক্ষমতার জন্য কুৎসিত খেলাধুলার পর্দাফাঁস ঘটেছে এখানে। ৪. মুম্বাই ডায়েরিজ ২৬/১১২০০৮ সালের ভয়াবহ মুম্বাই হামলার প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজটি এক হৃদয়বিদারক ...

স্বামী- স্ত্রীর গভীর সম্পর্ক নিয়ে শাইখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানির ফতোয়া

Image
  স্ত্রীর স্তন পান করা যাবে কি না? এমন প্রশ্নের জবাবে শাইখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানি বলেন, এইটা একটা বাজে প্রশ্ন? তবে বিষয়টা হলো স্ত্রীকে আদর করতে করতে হঠাৎ যদি দু-এক ফোটা দুধ স্ত্রীর মুখে চলে যায়,মানুষ মনে করে সে দুধ সন্তান হলো, এমন ধারনা করা ভুল। দুধ মা হতে হলে আরবী ২ বছরের কম বয়সে দুধ পান করাতে হয়। দ্বিতীয় শর্ত হলো ৫ বার দুধ পান করাতে হবে। তবেই দুধ সন্তান হিসেবে সাব্যস্ত হবে। হঠাৎ যদি দু এক ফোটা মুখে চলে যায় সেটা হারাম হবে। তিনি আরো বলেন,নাসিরুদ্দীন আল-আলবানী (রহঃ) জিঙ্গেস করা হলে তিনি বলেন, আদর সোহাগ করার সময় দু- এক ফোটা মুখে চলে যাওয়া বিষয়টা ভালো নয়,তবে এইটা হারাম ও নয়।

বিএনপির ক্লিনআপ অপারেশন? আজীবন বহিষ্কারের তালিকায় দুই তারকা নেতা!

Image
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর পুঠিয়া উপজেলা বিএনপির দুই নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত দুজন হলেন, উপজেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম জুম্মা ও বানেশ্বর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক। এদের মধ্যে আনোয়ারুল ইসলাম পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। আর রফিকুল ইসলাম বানেশ্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য। বুধবার জেলা বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুজনকে বহিষ্কারের তথ্য জানানো হয়েছে। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল ও সদস্য সচিব বিশ্বনাথ সরকার সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ দুজনকে সকল পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হলো। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আনোয়ারুল ইসলাম কিছু দিন ধরে পুঠিয়া উপজেলার নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন মিমকে বিদ্যালয়ে যেতে দিচ্ছেন না। এ ব্যাপারে সেনাবাহিনীর কাছে অভিযোগ হয়েছে। অভিযোগ পেয়ে জেলা বিএনপি আনোয়ারুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছিল। আনোয়ারুল জবাব দিলেও তা সন্তোষজনক হয়নি। এদিকে পাঁ...

ড. ইউনূস যা বললেন, কাঁপছে প্রশাসন! মুজিবের বাড়ি ভাঙা নিয়ে তোলপাড়!

Image
  ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবন গুঁড়িয়ে দেওয়ার সময় অন্তর্বর্তী সরকার নীরব ছিল কেন- যুক্তরাজ্য সফরে গিয়ে এক সাংবাদিকের কাছে এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (১১ জুন) লন্ডনের চ্যাথাম হাউসে ড. ইউনূস বক্তব্য প্রদানের পর স্থানীয় সংবাদকর্মী সামিয়া আক্তার তার কাছে এই প্রশ্ন রাখেন। জবাবে ড. ইউনূস বলেন, ‘সেসময় সরকার কার্যত অচলাবস্থায় পড়ে গিয়েছিল। পুলিশ রাস্তায় বের হতেও ভয় পাচ্ছিল। আমরা জানতাম না, এই পরিস্থিতি কীভাবে সামাল দেব।’ ওই সাংবাদিকের প্রশ্ন ছিল—যখন সিটি করপোরেশনের বুলডোজার দিয়ে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলা হচ্ছিল, তখন প্রশাসন কেন চুপ ছিল? আমরা জানতাম না, এই পরিস্থিতি কীভাবে সামাল দেব।’ ওই সাংবাদিকের প্রশ্ন ছিল—যখন সিটি করপোরেশনের বুলডোজার দিয়ে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলা হচ্ছিল, তখন প্রশাসন কেন চুপ ছিল? এসময় সরাসরি ভাঙচুর নিয়ে কিছু না বললেও ড. ইউনূস স্বীকার করেন, ‘একসঙ্গে অনেকগুলো প্রশ্ন আর সমস্যা চলে এসেছিল। সবকিছু একসঙ্গে ঠিকভাবে সামাল দেওয়া সম্ভব হয়নি। এটা এমন একটা সময় ছিল, যার মধ্য দিয়ে আমরা গেছি। সময়ের সঙ্গ...

হঠাৎ জরুরি অবস্থা? আসছে ভয়ংকর বিপর্যয়!

Image
  বিশ্বের অন্যতম মানবসম্পদ গড়ে তোলা দেশ জাপান। সেখানে যদি জন্মহার হঠাৎ কমে যায়, তাহলে তা শুধু দেশটির জন্য নয়, গোটা বিশ্বের জন্যই এক সতর্কবার্তা—এক ভয়ংকর বিপর্যয়ের ইঙ্গিত। জাপানভিত্তিক ইংরেজি সাপ্তাহিক ম্যাগাজিন ‘নিক্কেই এশিয়া’ এবং মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে জাপানে জন্মহার ইতিহাসে প্রথমবারের মতো ৭ লাখের নিচে নেমে এসেছে। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে মোট জন্ম হয়েছে মাত্র ৬ লাখ ৮৬ হাজার ৬৬১ জন নবজাতকের—যা আগের বছরের তুলনায় ৪১ হাজার ২২৭ জন কম। ১৮৯৯ সাল থেকে শুরু হওয়া রেকর্ড অনুসারে, এটি এখন পর্যন্ত সর্বনিম্ন জন্মহার। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বয়স্ক জনগোষ্ঠী রয়েছে জাপানে, যেখানে প্রথম অবস্থানে আছে ক্ষুদ্র রাষ্ট্র মোনাকো। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এ পরিস্থিতিকে “নীরব জরুরি অবস্থা” হিসেবে আখ্যায়িত করেছেন এবং জন্মহার বাড়ানোর লক্ষ্যে পরিবারবান্ধব নীতিমালার প্রতিশ্রুতি দিয়েছেন, যার মধ্যে রয়েছে কর্মস্থলে আরও নমনীয় সময়সূচির ব্যবস্থা। তবে সমস্যা কেবল জন্মহারে নয়, মৃত্যুহারও বেড়েছে। ২০২৪ সালে জাপানে মৃত্যু...

মা-ছেলের অসামাজিক কার্যকলাপের বলি মেয়ে

Image
  ভারতের হাওড়ার বাঁকড়ার বাসিন্দা শ্বেতা খানের কাণ্ডকারখানা প্রকাশ্যে এসেছে সোদপুরের এক তরুণীর অভিযোগের প্রেক্ষিতে। অভিযোগ, প্রায় পাঁচ মাস তাঁকে একটি বাড়িতে আটকে রেখে শারীরিক এবং যৌন নির্যাতন করেছেন শ্বেতা এবং তাঁর ছেলে আরিয়ান। অভিযোগের পর দিন দু দিন কেটে গিয়েছে। এখনও পুলিশ খুঁজে পায়নি সোদপুরের তরুণীকে নিগ্রহে অভিযুক্ত শ্বেতা খান এবং তাঁর পুত্র আরিয়ান খানকে। মা-ছেলের বিরুদ্ধে পর্ন ভিডিয়ো বানানো থেকে চাকরি দেওয়ার নাম করে তরুণীদের দেহব্যবসায় নামানোর অভিযোগ উঠেছে। সেই শ্বেতা ওরফে ফুলটুসি ওরফে মহসিনা খাতুনের প্রাক্তন স্বামীর দাবি, তাঁদের সংসার তছনছ হয়ে গিয়েছে। মেয়ে আত্মহত্যা করেছে। ছেলে ভুলপথে! এ সবের জন্য দায়ী তাঁর প্রাক্তন স্ত্রী। মা-ছেলের বিরুদ্ধে পর্ন ভিডিয়ো বানানো থেকে চাকরি দেওয়ার নাম করে তরুণীদের দেহব্যবসায় নামানোর অভিযোগ উঠেছে। সেই শ্বেতা ওরফে ফুলটুসি ওরফে মহসিনা খাতুনের প্রাক্তন স্বামীর দাবি, তাঁদের সংসার তছনছ হয়ে গিয়েছে। মেয়ে আত্মহত্যা করেছে। ছেলে ভুলপথে! এ সবের জন্য দায়ী তাঁর প্রাক্তন স্ত্রী। হুগলির ফুরফুরায় থাকেন মোহাম্মদ সৈয়দ মোরসেলিম। ওই ব্যবসায়ীর অভিযোগ, শুধু সম্পত্তির...

বাড়ছে করোনা, সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

Image
  দেশে নতুন করে করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আক্রান্তের সংখ্যাও দিনদিন বাড়ছে। মূলত, ভারতসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ায় এই শঙ্কা তৈরি হয়েছে। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে মাস্ক ব্যবহারের পাশাপাশি বেশি কিছু পরামর্শ দেওয়া হয়েছে। এবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বেশ কিছু জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশির মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান সোমবার (৯ জুন) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, করোনার নতুন উপধরনের সংক্রমণ প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। একইসথে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানে যেসব বিষয় মানার কথাও বলা হয়েছে। সেগুলো হচ্ছে-  ১. করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে নিয়মিত সাবান ও পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া।  ২. জনসমাগম এড়িয়ে চলা এবং বাইরে বের হলে মাস্ক পরা।  ৩. কোনো আক্রান্ত ব্যক্তি আশপাশে থাকলে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে।  ৪. অপরিষ্কার হাত দিয়ে চোখ, মুখ ও নাক স্পর্শ করা থেকে বিরত থাকা।  ৫. ...

শাহজালালে লাগেজ ছুড়ে ফেলা যুবক সম্পর্কে যা জানা গেল

Image
  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর মালামাল, পাসপোর্ট ও অর্থ বোর্ডিং ব্রিজ এলাকায় ছুড়ে ফেলার ঘটনার ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বুধবার (৪ জুন) রাতে এক বিবৃতিতে বেবিচক জানায়, সাম্প্রতিক সময়ে কিছু ইলেকট্রনিক ও সামাজিক মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত একটি ঘটনা বিভ্রান্তিকরভাবে ও অসম্পূর্ণ তথ্যের মাধ্যমে প্রচার করা হয়েছে, যা বিমানবন্দর কর্তৃপক্ষ ও সিভিল এভিয়েশন সংস্থার ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে। 'এ বিষয়ে সঠিক তথ্য ও ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ উপস্থাপন' করে বেবিচক জানায়, ৪ জুন রাত ১টা ৩৬ মিনিটে বোর্ডিং ব্রিজ ৬- এ নিয়মিত নিরাপত্তা রাউন্ডের সময় দেখা যায় যে, মালয়েশিয়া এয়ারলাইন্সের (ফ্লাইট: MH-196) যাত্রী মো. তুহিন আলী অশ্লীল ভাষায় চিৎকার ও গালিগালাজ করছেন। মালয়েশিয়া এয়ারলাইন্সের দুইজন প্রতিনিধি তাকে শান্ত করতে এবং তার পাসপোর্ট ও ব্যাগ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেও তিনি সহযোগিতা করেননি। 'উক্ত যাত্রী তার মালামাল, পাসপোর্ট ও অর্থ (মালয়েশিয়ান রিঙ্গিত) বোর্ডিং ব্রিজ এলাকায় ছুড়ে ফেলেন এবং নিজের মা-ব...

শারীরিক মিলনের স্বাভাবিক সময় কত মিনিটের হওয়া উচিৎ!

Image
  মিলনের ঠিক কত সময় পর বীর্যপাত হওয়া স্বাভাবিক এবং কত দ্রুত বীর্যপাত(Rapid ejaculation) হলে তা অস্বাভাবিক, সেটা কি জানেন? যদি না জানেন তাহলে জেনে নিন আজকের এই প্রতিবেদনে। সেক্স(Sex) হল একটা আর্ট, এখানে নির্দিষ্ট বলে কিছু নেই, ধরা বাধার কোন নিয়ম নেই। এরকম অনেক কিছুই আছে যা কেউ করতে পারেনা, আবার এমন কিছু মিলনের পদ্ধতি আছে যা খুব সাধারণ। মিলনের জন্য সময় কতটা যাবে সেই বিষয়টি নির্ভর করছে সম্পুর্ন আপনার নিজের উপর। আপনি যদি শুধুমাত্র নিজের যৌন পিপাসা(Sexual thirst) মেটানোর জন্য মিলিত হতে চান তাহলে দু-এক মিনিটের বেশি সময় লাগবেনা।শারীরিক মিলনের স্বাভাবিক সময় শারীরিক মিলনের স্বাভাবিক সময় কত মিনিটের হওয়া উচিৎ! আর যদি দুজনের ভালোবাসার প্রতিফলন হিসাবে পূর্ব প্রস্তুতি নিয়ে মিলিত হন তাহলে ১৫ মিনিটের বেশি সময় লাগতে পারে। সব কিছুই নির্ভর করছে আপনার নিজের ওপর। শারীরিক(Physical) মিলনের স্বাভাবিক সময় হল সাত থেকে তেরো মিনিট। এক গবেষণায় গবেষকরা প্রমাণ করেছেন যে একটি ভালোবাসাপূর্ন মিলনের জন্য তিন মিনিট যথেষ্ট। গবেষণায় যৌন(Sexual) অভিজ্ঞদের থেকে তাদের “পেনিট্রেটিভ সেক্সের” অর্থাৎ লিঙ্গ যৌনাঙ্গে প্রতিস্থাপ...

একলাফে যত কমে গেল সয়াবিন তেলের দাম!

Image
 অবশেষে কিছুটা স্বস্তি পেতে চলেছেন সাধারণ মানুষ। চলমান মূল্যবৃদ্ধির চাপের মাঝে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এসেছে এক সুখবর—সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের ওপর উৎসে কর উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বাজেট বক্তৃতায় জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি পর্যায়ে উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে ০.০৫ শতাংশ করা হয়েছে। এই পদক্ষেপে সয়াবিন তেলসহ অন্যান্য খাদ্যপণ্যের আমদানি ব্যয় হ্রাস পাবে, যা সরাসরি বাজারদামে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও বলেন, অতিরিক্ত উৎসে করের অজুহাতে এক শ্রেণির ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দিতেন। এবার সেই সুযোগ আর থাকবে না। ফলে বাজারে মূল্য স্বাভাবিক রাখার পথ তৈরি হবে। এছাড়াও, স্থানীয় ঋণপত্রের কমিশনের ওপর উৎসে কর অর্ধেকে নামানো হয়েছে। এর ফলে দেশে উৎপাদিত ও আমদানিকৃত নিত্যপ্রয়োজনীয় সামগ্রী আরও সাশ্রয়ী দামে ভোক্তাদের হাতে পৌঁছাতে পারবে। সব মিলিয়ে, এই সিদ্ধান্ত সাধারণ জনগণের জন্য নিঃসন্দেহে এক টুকরো স্বস্তি এনে দেবে।

চীনের উপহারের হাসপাতাল নির্মাণে প্রথম পছন্দের জেলার নাম ঘোষণা

Image
  ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, প্রয়োজনীয় জমিসহ সার্বিক বিবেচনায় নীলফামারীর দারোয়ানীতে চীনের উপহারের এক হাজার শয্যার বিশেষায়িত হাসপাতালটি স্থাপনের জন্য উপযুক্ত বলে মন্তব্য করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হারুন-অর-রশীদ। তার ভাষ্য, জেলা প্রশাসকের প্রস্তাবিত জায়গাটি নিয়ে এখন পর্যন্ত কেউ দ্বিমত করেনি। আর ভৌগোলিক ও যোগাযোগের দিক বিবেচনা করে স্বাস্থ্য অধিদপ্তরের যে প্রথম পছন্দের জায়গা এটি, তা অস্বীকার করার কোনো উপায় নেই।মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে নীলফামারী সদরের দারোয়ানী টেক্সটাইল মিল সংলগ্ন ২৫ একর সরকারি খাস জমি পরিদর্শন করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বরাত দিয়ে ডা. মো. হারুন-অর-রশীদ জানান, তিনি (প্রধান উপদেষ্টা) বলেছিলেন রংপুরের আশেপাশে জায়গা নির্বাচন করতে। সে অনুযায়ী আমরা রংপুর যে জায়গাটি পরিদর্শন করেছিলাম সেটি মোটেও সন্তোষজনক না। এরপরেই নীলফামারী জেলা প্রশাসক অতিদ্রুতই এই জায়গা নির্বাচন করে আমাদের রিপোর্ট পাঠান। আমরা জায়গা পরিদর্শন করলাম এবং এই জায়গার সার্বিক দিক বিবেচনা করে আমরা অনেকটা পজিটিভ স্থানে আছি। কারণ জেলা প্রশ...