স্বামী- স্ত্রীর গভীর সম্পর্ক নিয়ে শাইখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানির ফতোয়া

 


স্ত্রীর স্তন পান করা যাবে কি না? এমন প্রশ্নের জবাবে শাইখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানি বলেন, এইটা একটা বাজে প্রশ্ন? তবে বিষয়টা হলো স্ত্রীকে আদর করতে করতে হঠাৎ যদি দু-এক ফোটা দুধ স্ত্রীর মুখে চলে যায়,মানুষ মনে করে সে দুধ সন্তান হলো, এমন ধারনা করা ভুল।

দুধ মা হতে হলে আরবী ২ বছরের কম বয়সে দুধ পান করাতে হয়। দ্বিতীয় শর্ত হলো ৫ বার দুধ পান করাতে হবে। তবেই দুধ সন্তান হিসেবে সাব্যস্ত হবে। হঠাৎ যদি দু এক ফোটা মুখে চলে যায় সেটা হারাম হবে।

তিনি আরো বলেন,নাসিরুদ্দীন আল-আলবানী (রহঃ) জিঙ্গেস করা হলে তিনি বলেন, আদর সোহাগ করার সময় দু- এক ফোটা মুখে চলে যাওয়া বিষয়টা ভালো নয়,তবে এইটা হারাম ও নয়।

Comments

Popular posts from this blog

মাগুরার সেই শিশুর ডিএনএ রিপোর্ট থেকে বেড়িয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

বড় বোনের জন্য ছোটো বোনের প্রাণ গেল, সত্য ফাঁ..স করলেন আছিয়ার চাচি

অবশেষে সত্য ঘটনা বললেন আছিয়ার বোন