স্বামী- স্ত্রীর গভীর সম্পর্ক নিয়ে শাইখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানির ফতোয়া
স্ত্রীর স্তন পান করা যাবে কি না? এমন প্রশ্নের জবাবে শাইখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানি বলেন, এইটা একটা বাজে প্রশ্ন? তবে বিষয়টা হলো স্ত্রীকে আদর করতে করতে হঠাৎ যদি দু-এক ফোটা দুধ স্ত্রীর মুখে চলে যায়,মানুষ মনে করে সে দুধ সন্তান হলো, এমন ধারনা করা ভুল।
দুধ মা হতে হলে আরবী ২ বছরের কম বয়সে দুধ পান করাতে হয়। দ্বিতীয় শর্ত হলো ৫ বার দুধ পান করাতে হবে। তবেই দুধ সন্তান হিসেবে সাব্যস্ত হবে। হঠাৎ যদি দু এক ফোটা মুখে চলে যায় সেটা হারাম হবে।
তিনি আরো বলেন,নাসিরুদ্দীন আল-আলবানী (রহঃ) জিঙ্গেস করা হলে তিনি বলেন, আদর সোহাগ করার সময় দু- এক ফোটা মুখে চলে যাওয়া বিষয়টা ভালো নয়,তবে এইটা হারাম ও নয়।
Comments
Post a Comment