লিবীয় হজযাত্রী আমের আল গাদ্দাফির মৃত্যু নিয়ে যা জানা গেল
সম্প্রতি আমের আল গাদ্দাফি নামক এক লিবীয় হজযাত্রী তার উপাধি ‘আল গাদ্দাফির’ কারণে ইমিগ্রেশনে বাঁধার সম্মুখীন হন। নাটকীয়ভাবে একই ফ্লাইটের বিমানটি দুইবার ফিরে এসে তৃতীয়বার যখন ফ্লাইটটি ছাড়ে, তখন আমের আল গাদ্দাফি বিমানে উঠতে পারেন এবং বিমানটি কোনো সমস্যা ছাড়াই সৌদি আরবে গিয়ে পৌঁছায়। আমের আল গাদ্দাফি মক্কায় পৌঁছার পর তাওয়াফরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, লিবীয় হজযাত্রী আমের আল গাদ্দাফি মারা যাননি, তিনি সুস্থ আছেন। কোনোপ্রকার তথ্যসূত্র উল্লেখ না করে আমের আল গাদ্দাফির মৃত্যুর তথ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে মিশরীয় গণমাধ্যম Youm7 এর ওয়েবসাইটে গত ৪ জুন প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটিতে আমেরের একটি ভিডিও বার্তার কথা উল্লেখ করে বলা হয়, ভিডিও ক্লিপটিতে পরিবারের একজন সদস্যের সাথে ভিডিও কলের সময় আমের আল গাদ্দাফি উপস্থিত হয়ে তাদের আশ্বস্ত করেছিলেন যে তিনি সুস্থ আছেন এবং হজ তীর্থযাত্রা সম্পন্ন করার জন্য মিনায় যাবেন (আরবি থেকে অনূদিত)।
এছাড়া, এই বিষয়ে ভারতীয় ফ্যাক্টচেকিং সংস্থা Alt News এর সহ-প্রতিষ্ঠাতা মুহাম্মদ যুবায়েরের এক্স অ্যাকাউন্টে গত ১২ জুন প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।
পোস্টে আমের আল গাদ্দাফির ১৮ সেকেন্ডের একটি ভিডিও সংযুক্ত করে উল্লেখ করা হয়, হাজী আমের আল মাহদি মানসুর আল গাদ্দাফি জীবিত আছেন। তার মৃত্যুর গুজবের সময়কালীন চারদিন আগের ওই ভিডিও বার্তায় তিনি সুস্থ আছেন বলে জানান।
Comments
Post a Comment