কোরবানির ঈদের ছুটি ঘোষণা, জেনে নিন ঈদ কবে

 


কুয়েতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটির মন্ত্রিসভা। ইসলামি ক্যালেন্ডারের ১১তম মাস জিলকদ চাঁদ দেখা যাওয়ার পর নিশ্চিত হয়েছে যে পরবর্তী মাস হবে জিলহজ, যা হজ ও কোরবানির ঈদের প্রস্তুতির সূচনা করে।

সরকারি ঘোষণায় জানানো হয়েছে, ২০২৫ সালের ঈদুল আজহা উপলক্ষে ৫ জুন বৃহস্পতিবার থেকে ৮ জুন রবিবার পর্যন্ত সরকারি ছুটি থাকবে। ৫ জুন নির্ধারণ করা হয়েছে আরাফার দিন হিসেবে, আর ৬ জুন থেকে শুরু হবে ঈদের ছুটি। এছাড়া, ৯ জুন সোমবার ‘রেস্ট ডে’ বা অতিরিক্ত ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে, ফলে কুয়েতে অফিস-আদালত খুলবে ১০ জুন মঙ্গলবার থেকে।

মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিদদের পূর্বাভাস অনুযায়ী, ২৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ২৮ মে হবে জিলহজ মাসের প্রথম দিন। এ হিসেবে ৫ জুন পালিত হবে পবিত্র আরাফার দিন এবং ৬ জুন উদযাপিত হবে ঈদুল আজহা।

ঈদুল আজহা মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মহান আল্লাহর আদেশ পালন করতে গিয়ে হজরত ইব্রাহিম (আ.) তাঁর পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি দেওয়ার যে অসাধারণ ত্যাগের নিদর্শন রেখেছেন, তার স্মৃতিতে এই দিনটি পালিত হয়। জিলহজ মাসের ১০ তারিখে পালিত এই উৎসব মুসলিমদের মধ্যে ত্যাগ ও একতার বার্তা ছড়িয়ে দেয়।

Comments

Popular posts from this blog

মাগুরার সেই শিশুর ডিএনএ রিপোর্ট থেকে বেড়িয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

বড় বোনের জন্য ছোটো বোনের প্রাণ গেল, সত্য ফাঁ..স করলেন আছিয়ার চাচি

অবশেষে সত্য ঘটনা বললেন আছিয়ার বোন