আসন্ন ঈদুল আজহা



 আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য অপসারণ ও ডেঙ্গু মশা দমন বিষয়ে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়ার প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

মঙ্গলবার (২৭ মে) এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, বর্জ্য ব্যবস্থাপনা ও ডেঙ্গু নিয়ন্ত্রণ সেনাবাহিনীর দায়িত্ব নয়।

সম্প্রতি একটি গণমাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের একটি বক্তব্যে বলা হয়, কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা ও ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনী নিযুক্ত হবে।

এই প্রসঙ্গে আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনী এমন কোনো পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত নয় এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে অংশগ্রহণের কোনো পরিকল্পনা তাদের নেই।

সেনাবাহিনী আরও উল্লেখ করে, দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান দায়িত্ব, এবং বর্জ্য ব্যবস্থাপনা ও মশা নিয়ন্ত্রণের মতো কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব যথাযথ সংস্থার উপরেই বর্তায় বলে তারা মনে করে।

Comments

Popular posts from this blog

মাগুরার সেই শিশুর ডিএনএ রিপোর্ট থেকে বেড়িয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

বড় বোনের জন্য ছোটো বোনের প্রাণ গেল, সত্য ফাঁ..স করলেন আছিয়ার চাচি

অবশেষে সত্য ঘটনা বললেন আছিয়ার বোন