কোরবানীর ঈদ কবে, জানা গেল বাংলাদেশে সরকারি ছুটি ও তারিখ

 


ঈদুল ফিতরের পর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আযহা বা কোরবানির ঈদ এবার কবে অনুষ্ঠিত হবে, তা নিয়ে চলছে জল্পনা। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত ২০২৫ সালের ঈদুল আযহা উপলক্ষে ছুটির দিন ঘোষণা করেছে। সেখানকার হিসাব অনুযায়ী, এবার কোরবানির ঈদ অনুষ্ঠিত হতে পারে ৬ জুন।

মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ২৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে ২৮ মে শুরু হবে ইসলামি বছরের শেষ মাস জিলহজ। এই হিসাবে ৫ জুন হবে আরাফাহর দিন এবং ৬ জুন কোরবানির ঈদ উদযাপন করা হবে কুয়েতে।

কুয়েত সরকারের ঘোষণায় জানানো হয়, ৫ জুন (বৃহস্পতিবার) থেকে ৯ জুন (সোমবার) পর্যন্ত সরকারি ছুটি থাকবে। ফলে দেশটিতে সরকারি কর্মীরা পাচ্ছেন টানা পাঁচ দিনের ঈদ ছুটি।

বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর চাঁদ দেখা যায়। সেই হিসেবে বাংলাদেশে ঈদুল আযহা ৭ অথবা ৮ জুন অনুষ্ঠিত হতে পারে। তবে দেশের জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে। ওই দিনটির আগে ৫ ও ৬ জুন এবং পরে ৮ থেকে ১০ জুন মিলিয়ে মোট ৬ দিনের ছুটি আগেই ঘোষণা করা হয়েছিল।

এর সঙ্গে নির্বাহী আদেশে ১১ ও ১২ জুনের ছুটি যোগ করেছে উপদেষ্টা পরিষদ। আর তার পর ১৩ ও ১৪ জুন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি।

ঈদুল আযহা মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব, যা জিলহজ মাসের ১০ তারিখে পালিত হয়। এদিন মুসলমানরা হযরত ইব্রাহিম (আ.)-এর স্মরণে পশু কোরবানি দিয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এটি আত্মত্যাগ, ত্যাগের মহিমা ও মানবিক ঐক্যের এক উজ্জ্বল প্রতীক।

এদিকে বাংলাদেশেও ঈদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। হাটে উঠতে শুরু করেছে কোরবানির পশু, বাড়ছে কেনাবেচা ও সরবরাহের ব্যস্ততা। প্রবাসী বাংলাদেশিরাও তাদের পরিবার ও কমিউনিটির সঙ্গে ঈদ উদযাপনের জন্য নানা আয়োজন করছেন।

Comments

Popular posts from this blog

মাগুরার সেই শিশুর ডিএনএ রিপোর্ট থেকে বেড়িয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

বড় বোনের জন্য ছোটো বোনের প্রাণ গেল, সত্য ফাঁ..স করলেন আছিয়ার চাচি

অবশেষে সত্য ঘটনা বললেন আছিয়ার বোন