ড. ইউনূসের পদত্যাগ নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

 


বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সম্প্রতি আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। কিছুদিন ধরে তাঁর পদত্যাগের সম্ভাবনা নিয়ে জোর গুঞ্জন চলছে। যদিও এখন পর্যন্ত তিনি দায়িত্বে বহাল রয়েছেন, এই সংকটময় পরিস্থিতি ইতোমধ্যে আন্তর্জাতিক মনোযোগ কেড়েছে।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস তাদের সাম্প্রতিক প্রতিবেদনে শিরোনাম করেছে: **“নির্বাচনের চাপে ইউনূসের পদত্যাগের হুমকি”**। প্রতিবেদনে বলা হয়, আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে যেভাবে শেখ হাসিনার সরকার পতনের পর অন্তর্বর্তী প্রশাসন দায়িত্ব নেয়, তা শুরুতে জনগণের প্রত্যাশা জাগালেও সময়ের সঙ্গে সঙ্গে হতাশা তৈরি করেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. ইউনূস দেশকে নির্বাচনের দিকে এগিয়ে নিতে চাইলেও রাজনৈতিক দল ও সেনাবাহিনীর মধ্যকার অঘোষিত ঐক্য তার উদ্যোগে বাধা হয়ে দাঁড়িয়েছে। তার নীতির বিরোধিতা করে এই জোট দাবি করছে, তিনি অনেক বেশি ধীরগতিতে এগোচ্ছেন। এমন অবস্থায় রাজনৈতিক ও সামরিক সহযোগিতা না পেলে পদত্যাগের কথা চিন্তা করছেন তিনি।

সূত্র জানায়, ড. ইউনূস ইতোমধ্যে একটি পদত্যাগপত্রের খসড়াও প্রস্তুত করেছিলেন। তাঁর ঘনিষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন, দেশের গণতন্ত্রকে সঠিক পথে ফিরিয়ে আনার ক্ষেত্রে যাদের পাশে থাকার কথা, তারাই আজ তাকে উপেক্ষা করছেন বলে ইউনূস হতাশ।

অন্যদিকে, রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে শেখ হাসিনার দল নিষিদ্ধ হওয়ার পর। কার্যত এখন বাংলাদেশে কোনো সংগঠিত বিরোধী রাজনৈতিক শক্তি নেই। আইন-শৃঙ্খলা পরিস্থিতিও ক্রমাগত অবনতি ঘটছে, এবং সরকার তা সামাল দিতে হিমশিম খাচ্ছে।

বিশ্লেষকরা মনে করছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব হলেও সেটি সম্পূর্ণ সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে। রাষ্ট্রবিজ্ঞানী মোবাশ্বের হাসান বলেন, “নির্বাচন করতে না পারার কোনো যৌক্তিক কারণ নেই। সময় প্রয়োজন, রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন।”

ড. ইউনূসের বয়স এখন ৮৪ বছর। এই বয়সে এসে দেশের রাজনৈতিক অস্থিরতা মোকাবিলা করা তার জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি সময় নিয়ে স্থিতিশীল নির্বাচন আয়োজন করতে চাইলেও রাজনৈতিক চাপ ও ভেতরের বিভাজন সেই পথকে ক্রমেই কঠিন করে তুলছে।

Comments

Popular posts from this blog

মাগুরার সেই শিশুর ডিএনএ রিপোর্ট থেকে বেড়িয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

বড় বোনের জন্য ছোটো বোনের প্রাণ গেল, সত্য ফাঁ..স করলেন আছিয়ার চাচি

অবশেষে সত্য ঘটনা বললেন আছিয়ার বোন