১৪ বছর পর বাসায় ফিরে প্রিয়তমা স্ত্রীর সাক্ষাৎ পাবেন না আজহার ভাই: সিরাজুল ইসলাম

 


জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য সিরাজুল ইসলাম এক আবেগঘন ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, দীর্ঘ ১৪ বছর পর মুক্তি পেয়ে বাসায় ফিরছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। কিন্তু প্রিয়তমা স্ত্রীর সঙ্গে আর কোনোদিন দেখা হবে না তার।

স্ট্যাটাসে সিরাজুল ইসলাম উল্লেখ করেন, “দীর্ঘ ১৪টি বছর পর আজ বাসায় ফিরে সেই প্রিয়তমা স্ত্রীর সাক্ষাৎ পাবেন না প্রিয় দায়িত্বশীল এটিএম আজহার ভাই, যিনি পথপানে চেয়ে থেকে থেকে অবশেষে গত বছরই আল্লাহর জিম্মায় চলে গেছেন।”

তিনি আরও লেখেন, “ভাবতেই আমাদের চোখ ছলছল করছে; হৃদয়টা হাহাকার করে উঠছে। আর আজহার ভাইয়ের কেমন লাগবে! যারা বিচারের নামে অন্যায় নাটক করে এতোটি বছর কেড়ে নিলো উনাদের জীবন থেকে, তাদের বিচার কি হবে না!”

উল্লেখ্য, এটিএম আজহারুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় দীর্ঘদিন ধরে কারাবন্দি ছিলেন। সম্প্রতি তিনি মুক্তি পেয়েছেন।

Comments

Popular posts from this blog

মাগুরার সেই শিশুর ডিএনএ রিপোর্ট থেকে বেড়িয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

বড় বোনের জন্য ছোটো বোনের প্রাণ গেল, সত্য ফাঁ..স করলেন আছিয়ার চাচি

অবশেষে সত্য ঘটনা বললেন আছিয়ার বোন