সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

 


সরকারি চাকরিজীবীদের জন্য আসছে স্বস্তির খবর। চলতি বছরের মে মাসে টানা তিন দিনের ছুটি ভোগ করতে যাচ্ছেন তারা।

২০২৫ সালের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ১ মে বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এর পরের দিন শুক্রবার ও শনিবার যথারীতি সাপ্তাহিক ছুটি। ফলে একসঙ্গে তিন দিনের ছুটিতে যেতে পারবেন সরকারি চাকরিজীবীরা — ১, ২ ও ৩ মে।

বিশ্বব্যাপী ১ মে পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে। এটি শ্রমিকদের অধিকার, ন্যায্যতা ও মর্যাদার দাবিতে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে স্বীকৃত। এ দিনে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। বিভিন্ন শ্রমিক সংগঠন ও কর্মজীবী মানুষ এই দিনে র‍্যালি, আলোচনা সভা ও শোভাযাত্রার মাধ্যমে তাদের ঐক্য এবং দাবির কথা প্রকাশ করে থাকে।

এর আগে, এবারের ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীরা পেয়েছেন টানা ৯ দিনের ছুটি। ২০ মার্চ অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিল নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটির প্রস্তাব অনুমোদন করা হয়, যার ফলে দীর্ঘ ছুটি উপভোগ করেন তারা।

এই ধরনের ছুটিগুলো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যেমন মানসিক প্রশান্তির সুযোগ তৈরি করে, তেমনি পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগও এনে দেয়।

Comments

Popular posts from this blog

মাগুরার সেই শিশুর ডিএনএ রিপোর্ট থেকে বেড়িয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

বড় বোনের জন্য ছোটো বোনের প্রাণ গেল, সত্য ফাঁ..স করলেন আছিয়ার চাচি

অবশেষে সত্য ঘটনা বললেন আছিয়ার বোন