টঙ্গিতে দুই সন্তান হত্যায় মা গ্রেপ্তার, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

 


গাজীপুরের টঙ্গীর ফ্লাটে ভাইবোনকে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতদের বাবা আব্দুল বাতেন বাদি হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকায় নিহত দুই শিশুর মা আলেয়া বেগমকে আসামি হিসেবে গ্রেপ্তার করা করেছে।

শুক্রবার রাতে এ মামলা দায়ের করেন নিহতদের বাবা। গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুরের রূপবানের টেক এলাকার একটি আটতলা ভবনের তৃতীয় তলা থেকে শিশু আব্দুল্লাহ ও তার বোন মালিহার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুদের বাবা-মাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে রাতেই নিহত শিশুদের বাবা আব্দুল বাতেন মিয়া বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করেন।

উপকমিশনার আরও বলেন, ঘটনাযর পরপরই এ হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তে ঘটনায় নিহত শিশুদের মা আলেয়া বেগমের সম্পৃক্ততা পাওয়া গেছে। এজন্য তাকে মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

তবে কী কারণে এ জোড়া খুনের ঘটনা ঘটেছে তার এখনও তদন্ত চলছে বলে জানান তিনি।

আবদুল বাতেন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকান্দি এলাকার বাসিন্দা। পরিবার নিয়ে আরিচপুর জামাইবাজার রুপবানের টেক এলাকার সেতু ভিলা নামের আটতলা একটি ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন তিনি।

Comments

Popular posts from this blog

মাগুরার সেই শিশুর ডিএনএ রিপোর্ট থেকে বেড়িয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

বড় বোনের জন্য ছোটো বোনের প্রাণ গেল, সত্য ফাঁ..স করলেন আছিয়ার চাচি

অবশেষে সত্য ঘটনা বললেন আছিয়ার বোন