দিল্লি ছেড়ে কোথায় শেখ হাসিনা, নতুন ঠিকানা ফাঁস

  


৫ আগস্ট সরকারের পতনের পর বাংলাদেশ থেকে পালিয়ে দিল্লিতে চলে যান শেখ হাসিনা। এর পর থেকেই তার অবস্থান নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়। তবে এবার সব জল্পনার অবসান ঘটিয়ে জানা গেল, তিনি দিল্লিতে নন, বরং কলকাতার নিউটাউনে অবস্থান করছেন।

২২ মার্চ মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন পিনাকি ভট্টাচার্য। সেই পোস্টে পিনাকি লেখেন, হাসিনা দিল্লি থেকে কলকাতায় এসেছেন এবং আওয়ামী লীগের পলাতক নেতাদের সঙ্গে দেখা করছেন। তিনি কলকাতায় স্থায়ীভাবে থাকবেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। তাকে সল্টলেক ও নিউটাউনের দুটি জায়গায় দেখা গেছে, তবে সম্ভবত তার অস্থায়ী ঘাঁটি নিউটাউনে।

পিনাকির পোস্টের পর থেকেই সোশ্যাল মিডিয়া সরগরম হয়ে ওঠে। তবে, পিনাকির পোস্টের আগে জানা গিয়েছিল, হাসিনাকে দিল্লি থেকে সরিয়ে নেওয়া হয়েছে, কারণ ভারত আর তাকে রাজনৈতিক আশ্রয় দিতে চায়নি। তারা তাকে অন্য কোনো দেশে নিরাপদ আশ্রয় দিতে চেয়েছিল। লন্ডনে তাকে রাজনৈতিক আশ্রয় দেয়ার কথা শোনা গেলেও, ব্রিটিশ সরকার স্পষ্টভাবে তা নাকচ করে দিয়েছে।

গত বছরের ২৪ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদনে জানা যায়, হাসিনা দিল্লির লুটিয়েন্স বাংলো জোনে একটি বাড়িতে বসবাস করছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়, লুটিয়েন্স বাংলো এলাকাটি ভারতের মন্ত্রী, সিনিয়র এমপি, এবং শীর্ষ কর্মকর্তাদের জন্য বরাদ্দ করা হয়েছে, এবং সেখানে তাকে রাখা হয়েছিল।

এই প্রতিবেদন প্রকাশের পর দীর্ঘ চার মাস হাসিনার অবস্থান নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে নিউটাউনে তার অবস্থান নিয়ে গুঞ্জন এখন আর উড়িয়ে দেয়া যাচ্ছে না। এর আগে, নিউটাউনে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকেও দেখা গিয়েছিল। গত বছরের অক্টোবরেই একটি ছবি ভাইরাল হয়েছিল, যেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান এবং তার দলবলসহ নিউটাউনের ইকোপার্কে ঘোরাফেরা করছেন। ওই সময় তার সঙ্গে ছিলেন এমপি অসীম কুমার উকিল, তার স্ত্রী অপু উকিল, হাজী সেলিমের এক ছেলে।

আরেকটি সূত্র থেকে জানা গেছে, শেখ হাসিনার আত্মীয়, মাদারীপুরের সাবেক এমপি নূরে আলম চৌধুরী লিটনসহ অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও কলকাতায় রয়েছেন। তাহলে কি হাসিনা এবার নিজের আত্মীয়দের কাছেই পাড়ি জমালেন?

Comments

Popular posts from this blog

মাগুরার সেই শিশুর ডিএনএ রিপোর্ট থেকে বেড়িয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

বড় বোনের জন্য ছোটো বোনের প্রাণ গেল, সত্য ফাঁ..স করলেন আছিয়ার চাচি

অবশেষে সত্য ঘটনা বললেন আছিয়ার বোন