সুদানে রাষ্ট্রপতি ভবন দখল করলো সেনাবাহিনী
সুদানে সেনাবাহিনী রাষ্ট্রপতি ভবনের সম্পূর্ণ দখল নিয়েছে। প্রায় দুই বছর পর, শুক্রবার (২১ মার্চ) সেনারা আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) থেকে রাষ্ট্রপতি ভবনটি নিয়ন্ত্রণে নেয়।
সুদানের সরকারি গণমাধ্যম এবং সামরিক বাহিনী সূত্রের বরাতে এ খবর জানিয়েছে এএফপি।
তবে, দেশটির খার্তুমের কিছু এলাকা এবং দক্ষিণ সুদান এখনও আধাসামরিক বাহিনীর দখলে রয়েছে। ২০২৩ সালের এপ্রিল থেকে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে, যাতে প্রায় ১০ হাজার মানুষ নিহত হয়েছে এবং ১ কোটি ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
গত সোমবার থেকে সেনাবাহিনী আরএসএফের ওপর চাপ বাড়াতে থাকে এবং শুক্রবার রাষ্ট্রপতি ভবন দখল করে। এ ঘটনায় গৃহযুদ্ধের পরিস্থিতি আরও ঘনীভূত হয়েছে।
Comments
Post a Comment