তিন সন্তানের প্রাণ নেওয়ার পর স্বামীকে নিয়ে সেহেরি খেলেন মা

 


মিশরের ক্যালিউবিয়া জেলার খানকা থানার পুলিশ ২৯ বছর বয়সী এক নারী, সুজানকে তিন সন্তানকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে আটক করেছে এবং তাকে মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম ইয়ুম-সাবাহ জানায়, গত শনিবার ভোরে ক্যালিউবিয়া জেলার খানকার কাফর ইল হামজা এলাকার এজবেত এল মানতাউইতে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। ঘুমন্ত অবস্থায় একে একে তিন শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেন মা সুজান। নিহত শিশুরা হলেন শাহদ সালেহ মাহমুদ (১২), মাহমুদ সালেহ মাহমুদ (৭) এবং আয়া মাহমুদ সালেহ (৫)।

সন্তানদের নির্মমভাবে হত্যার পর সুজান স্বামীর জন্য সেহেরি প্রস্তুত করেন এবং একসঙ্গে সেহেরি শেষ করেন। এরপর গ্রেপ্তার এড়াতে তিনি পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সুজান পালিয়ে গিয়ে এক আত্মীয়কে পুরো ঘটনা জানান। সেই আত্মীয় বিষয়টি সঙ্গে সঙ্গেই শিশুদের বাবাকে জানান। শিশুগুলোকে উদ্ধারের চেষ্টা করা হলেও তারা ততক্ষণে মারা যায়।

মিশরের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সুজান গুরুতর মানসিক সমস্যায় ভুগছিলেন, যা তাকে এই মর্মান্তিক অপরাধ করতে প্ররোচিত করেছে বলে ধারণা করা হচ্ছে।

ফরেনসিক পরীক্ষার পর কর্তৃপক্ষ মৃতদেহগুলোর দাফনের অনুমতি দিয়েছে। এদিকে, সুজানের মানসিক অবস্থা পর্যবেক্ষণ করতে তাকে মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Comments

Popular posts from this blog

মাগুরার সেই শিশুর ডিএনএ রিপোর্ট থেকে বেড়িয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

বড় বোনের জন্য ছোটো বোনের প্রাণ গেল, সত্য ফাঁ..স করলেন আছিয়ার চাচি

অবশেষে সত্য ঘটনা বললেন আছিয়ার বোন