জুমার নামাজের সময় ভূমিকম্প, মসজিদ ধসে নিহত অন্তত ২০ জন

 


মিয়ানমারে শুক্রবার দুপুরে শক্তিশালী দুইটি ভূমিকম্প আঘাত হানে। এর প্রভাবে কেঁপে ওঠে থাইল্যান্ড, ভারত এবং বাংলাদেশ। মিয়ানমারের বিভিন্ন স্থানে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে, যার মধ্যে একটি মসজিদ ধসে পড়ার ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম খিত তিতের বরাত দিয়ে বার্তাসংস্থা আনাদোলু জানায়, ভূমিকম্পের ফলে মান্দালয় প্রদেশের ফো শিং মসজিদসহ আরো তিনটি মসজিদ ভেঙে পড়ে। স্থানীয় একজন উদ্ধারকর্মী জানান, "আমরা যখন নামাজ পড়ছিলাম, তখন মসজিদটি ধসে পড়ে। মানুষ আটকে আছে এবং বেশ কিছু মানুষ মারা গেছেন। তিনটি মসজিদই ধসে পড়েছে। শি ফো শিং মসজিদও ভেঙে পড়েছে।" এই ঘটনায় অন্তত ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মিয়ানমারে আঘাত হানা ভূমিকম্পের প্রথমটির মাত্রা ছিল ৭.৭, এবং দ্বিতীয়টি ছিল ৬.৪ মাত্রার। ভূমিকম্পের কারণে মান্দালয়ের ঐতিহাসিক আভা সেতু ও মান্দালয় প্রাসাদেও ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া, তুয়াঙ্গো সিটির একটি মঠ ধসে পড়লে সেখানে আশ্রিত ৫ জন উদ্বাস্তু শিশু নিহত হয়েছে।

ভূমিকম্পের প্রভাবে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও তীব্র কম্পন অনুভূত হয়েছে। একটি নির্মাণাধীন ভবন তীব্র কম্পনের ফলে ধসে পড়ে এবং এতে ৫০ জন শ্রমিক কাজ করছিলেন, তাদের মধ্যে ৭ জন বের হয়ে যেতে সক্ষম হলেও ৪৩ জন আটকে পড়েন। উদ্ধারের কাজ চলছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মিয়ানমারের সাগাইং শহরের ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে ১০ কিলোমিটার গভীরে দুপুর ১২:৫০ মিনিটে এই ভূমিকম্পটি আঘাত হানে।

এই শক্তিশালী ভূমিকম্পে ক্ষতির পরিমাণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

Comments

Popular posts from this blog

মাগুরার সেই শিশুর ডিএনএ রিপোর্ট থেকে বেড়িয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

বড় বোনের জন্য ছোটো বোনের প্রাণ গেল, সত্য ফাঁ..স করলেন আছিয়ার চাচি

অবশেষে সত্য ঘটনা বললেন আছিয়ার বোন