আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (০৪ অক্টোবর) রাতে তাকে নওগাঁ সদর উপজেলার দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৫ অধিনায়ক লে. কর্নেল ফিরোজ কবীর গণমাধ্যমকে জানান, শুক্রবার রাতে র্যাবের একটি চৌকস দল অভিযান চালিয়ে নওগাঁ থেকে ডাবলু সরকারকে গ্রেফতার করে। তার নামে ৫ আগস্ট ছাত্রজনতার গনঅভ্যুথানে নিহত শিক্ষার্থী আবু রায়হান ও সাকিব আনজুম হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এদিকে রাজশাহী মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, ডাবলু সরকারের বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ জমি দখলের একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্ট থেকে তিনি পলাতক ছিলেন।
Comments
Post a Comment