নিষেধাজ্ঞা তুলে নিল ভারত, নতুন বিতর্ক শুরু

সম্প্রতি পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানি কনটেন্টে দেওয়া নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করেছে ভারত সরকার। এর ফলে আবারও পাকিস্তানের একাধিক জনপ্রিয় তারকা ও বিনোদন চ্যানেলের কনটেন্ট ভারতে দেখা যাচ্ছে। তবে এই সিদ্ধান্ত ঘিরে দেশটিতে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক ও রাজনৈতিক সমালোচনা। বর্তমানে ভারতীয় ইন্টারনেট ব্যবহারকারীরা মাওরা হোকেন, ইয়ুমনা জাইদি, আহাদ রাজা মীর এবং ড্যানিশ তাইমুর-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন। যদিও ফাওয়াদ খান, মাহিরা খান ও হানিয়া আমির-এর অ্যাকাউন্ট এখনো সীমাবদ্ধ রয়েছে। পাশাপাশি পাকিস্তানের জনপ্রিয় বিনোদন চ্যানেলগুলোর মধ্যে হাম টিভি, এআরওয়াই ডিজিটাল ও হার পাল জিও-এর কনটেন্ট ভারতীয় দর্শকদের জন্য আবারও উন্মুক্ত হয়েছে। শুধু তাই নয়, সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি, শোয়েব আখতার ও রশিদ লতিফ-এর ইউটিউব চ্যানেলও এখন ভারত থেকে অ্যাক্সেসযোগ্য। এর আগে ৮ মে, পেহেলগামের ঘটনার প্রেক্ষিতে ভারত সরকার জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার কারণ দেখিয়ে তথ্যপ্রযুক্তি বিধিমালা ২০২১-এর আওতায় পাকিস্তানি ওয়েব সিরিজ, গান, চলচ্চিত্র, পডকাস্টসহ বিভিন্ন ডিজিটাল কনটেন্ট ব্লক করে দেয়। সে সময় ১৬টি...